প্রকাশ : ২৫ মে ২০২৪, ০০:০০
সমাজকল্যাণমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান
চাঁদপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডঃ হুমায়ূন কবির সুমন সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। হুমায়ুন কবির সুমনের নেতৃত্বে জেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দকে নিয়ে চাঁদপুরের কৃতী সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের চারবারের সংসদ সদস্য, সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
গত ২৩ মে মন্ত্রীর ঢাকাস্থ বাসভবনে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোতালেব, আতাউর রহমান পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক ওবায়েদুর রহমান তৃপ্তি, বর্তমান সভাপতি জহির উদ্দিন মিজিসহ অন্য নেতৃবৃন্দ।
এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডঃ হুমায়ূন কবির সুমন সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপির কাছে দোয়া চান। ডাঃ দীপু মনি তাঁকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।