প্রকাশ : ২৩ মে ২০২৪, ০০:০০
শাহরাস্তিবাসীর প্রতি ইঞ্জিনিয়ার মকবুল হোসেনের আহ্বান
শাহরাস্তি উপজেলা পরিষদের নির্বাচনে বিজয় লাভ করার পর উপজেলাবাসীর প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন ইঞ্জিনিয়ার মকবুল হোসেন পাটোয়ারী। তিনি তার ফেসবুক আইডি থেকে আহ্বান জানান, প্রিয় শাহরাস্তিবাসী, আসসালামু আলাইকুম। ২১ মে ২০২৪ সারাদিন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে আপনারা আপনাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করেছেন। শাহরাস্তিবাসীর ভোট, ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় আমি সিক্ত। মহান আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমি অত্যন্ত আনন্দিত যে, এই নির্বাচনে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। আমার নির্বাচনী প্রচারণায় যারা দিন-রাত আহার-নিদ্রা ভুলে নিরলস প্রচেষ্টা করে গেছেন, পরিবার-পরিজন ফেলে, দায়িত্ব নিয়ে, ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে, ঐক্যবদ্ধ থেকে বিজয়কে নিশ্চিত করেছেন, তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা ও নিরন্তর ভালোবাসা। এ বিজয় আমার নয়, এ বিজয় আপনার, এ বিজয় আপনাদের, এলাকাবাসীর, আমার প্রিয় শাহরাস্তির সর্বস্তরের সম্মানিত জনগণের। আমরা কোনো বিজয় মিছিল করবো না, আমরা করবো শান্তি ও সৌহার্দ্যরে মিছিল। আমরা বিভক্ত হবো না, সবাই কে নিয়ে ঐক্য অটুট রেখে সমৃদ্ধ স্মার্ট উপজেলা গড়ে তুলবো। আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।