প্রকাশ : ২৩ মে ২০২৪, ০০:০০
আইইউজিআইপি কাজ পরিদর্শনে মেয়র আবুল খায়ের পাটওয়ারী
প্রকল্পের কাজের মান সর্বোচ্চ নিশ্চিত করতে হবে
আইইউজিআইপি প্রকল্পের আওতায় ফরিদগঞ্জ পৌর এলাকার চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। মঙ্গলবার বিকেলে তিনি বড়ালি গ্রামে ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ১৫৮৫ মিটার দৈর্ঘ্যরে সড়কের কাজ পরিদর্শনকালে ঠিকাদার সংশ্লিষ্ট লোকজনকে বলেন, নির্মাণ কাজ দ্রুত শেষ করতে হবে। মানুষ যাতে অযথা কষ্ট না পায়। মাসের পর মাস কাজ ফেলে রাখা যাবে না, নির্দিষ্ট সময়ের পূর্বেই কাজ শেষ করতে হবে। একই সাথে প্রকল্পের কাজের মান সর্বোচ্চ নিশ্চিত করতে হবে। কোনোভাবেই কোনো অনিয়ম মেনে নেয়া যাবে না। অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি হুঁশিয়ার করে দেন।
এ সময় তাঁর সাথে প্রকল্পের কর্মকর্তারা ছাড়াও পৌরসভার প্যানেল মেয়র আঃ মান্নান পরান, প্রকৌশল বিভাগের আল-আমিনসহ লোকজন উপস্থিত ছিলেন।