প্রকাশ : ২২ মে ২০২৪, ০০:০০
হাজীগঞ্জে চেয়ারম্যান হেলাল উদ্দিন মিয়াজী ॥ ভাইস চেয়ারম্যান সুমন ও রাবেয়া
২১ মে মঙ্গলবার ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী ২৬ হাজার ৫৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজী জসিম উদ্দিন দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৭০ ভোট। ভোটের ব্যবধান ১ হাজার ৫১৮ ভোট। ভোটারের উপস্থিতি ১৮.৪২ ভাগ। চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে ১ হাজার ৩০ ভোট পেয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা আবু সুফিয়ান রানা। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কামরুজ্জামান সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকে রাবেয়া আক্তার রুবি ২৮ হাজার ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী রুবি বেগম পেয়েছন ২৪ হাজার ১৯৯ ভোট। উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে মোট ২৮৬৪৯০ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫২ হাজার ৭৮০ জন। ইভিএম পদ্ধতিতে নির্বাচনটি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা অনুষ্ঠিত হয়।