বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ মে ২০২৪, ০০:০০

৯০ বছরের বৃদ্ধা মা ভোট দিলেন চেয়ারম্যান প্রার্থী ছেলেকে

উজ্জ্বল হোসাইন ॥
৯০ বছরের বৃদ্ধা মা ভোট দিলেন চেয়ারম্যান প্রার্থী ছেলেকে

চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ছেলে চেয়ারম্যান প্রার্থী। তাই নিজের বয়সের কথা চিন্তা না করে ছেলেকে ভোট দিতে কেন্দ্রে এলেন ৯০ বছরের বৃদ্ধা মা। এমন চিত্রই দেখা গেছে ঘোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মহিলা ভোট কেন্দ্রে। বৃদ্ধা মা বয়সের ভারে বেশি কথা বলতে না পারলেও ছেলের বিজয়ের জন্যে সকলের নিকট দোয়া চেয়েছেন।

তাঁর ছেলে চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে বিজয়ী হয়েছেন। জানা যায়, বৃদ্ধা হাসনাহেনা বয়সের ভারে ন্যুব্জ এবং অন্যের সাহায্য ছাড়া হাঁটতে পারেন না। শুধু তাই নয়, বয়সের কারণে কথাও বলতে পারেন না ঠিকমতো। তারপরও অন্যের সহযোগিতায় ছুটে এসেছেন ভোটকেন্দ্রে নিজের ভোট দিতে। কারণ ছেলে অ্যাডঃ হুমায়ুন কবির সুমন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী।

ছেলের বিজয়ের জন্যে সকাল সকাল অসুস্থ শরীরে পুত্রবধূসহ আত্মীয়-স্বজন নিয়ে এসেছেন ভোটকেন্দ্রে। ইভিএম মেশিনে ভোটগ্রহণ হলেও অসুবিধা হয়নি তাঁর ভোট দিতে। ভিন্ন ভিন্ন প্রতীকের মাঝে এই বয়সে খুঁজে নিয়েছেন নিজের সন্তানের প্রতীক। তারপর খুশি মনে ভোট দিয়ে বাড়ি ফিরেছেন।

হাসনাহেনা জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হচ্ছে এই নির্বাচন। তিনি দোয়া চেয়েছেন ছেলের জন্যে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়