বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২১ মে ২০২৪, ০০:০০

হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪

আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ

কামরুজ্জামান টুটুল ॥
আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ

আজ ২১ মে মঙ্গলবার হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের সাথে আওযামী লীগের। চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মধ্যে ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আওয়ামী লীগের দুই প্রার্থী। এরা হচ্ছেন উপজেলা আওযামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন। অপরদিকে সদ্য বহিষ্কৃত উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিযান রানা চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ঘোড়া প্রতীকে। হাজী জসিম উদ্দিন আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মী বেষ্টিত হয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা করেছেন, অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়েও একেবারে নেতা-কর্মীশূন্য নির্বাচনী প্রচারণা করেছেন আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী। সব মিলিয়ে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে কিন্তু আওয়ামী লীগের এই দুই প্রার্থীর মধ্যে--এমনটাই বলছেন সাধারণ ভোটাররা। একই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছেন কামরুজ্জামান সুমন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। এবারেই প্রথম ইভিএম পদ্ধতিতে নির্বাচন হবে। তবে এবারের নির্বাচনে ১৫ ভাগ ভোটারের উপস্থিতি নিয়ে সন্দিহান খোদ ভোটাররাই।

আজ সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থাসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী। গতকাল সোমবার দুপুরের মধ্যে কেন্দ্রে কেন্দ্রে ইভিএম মেশিনসহ প্রিজাইডিং অফিসার, আনসার ও পুলিশ বাহিনীর জনবল পৌঁছে। আজ মঙ্গলবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস, ট্রাক ইত্যাদি চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা আছে। এছাড়াও গত রোববার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন।

নির্বাচনের আগে ও পরে মোট ৫দিন পর্যন্ত আচরণ বিধি প্রতিপালন এবং আইনশৃঙ্খলা রক্ষা ও প্রতিরোধে উপজেলায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২ প্লাটুন বিজিবি, র‌্যাব ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স, পুলিশের ১৫টি মোবাইল টিম, ব্যাটালিয়ন আনসারের ১টি ও অঙ্গীভূত আনসারের ১টি টিম এবং প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসারসহ পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এদিকে নির্বাচন উপলক্ষে আজ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সব মিলিয়ে আজকের নির্বাচনে মোট ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ২ জন ও বিএনপির ১জন। ভাইস চেয়ারম্যান পদে কামরুজ্জামান সুমন একক প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন আওয়ামী লীগ ও একজন বিএনপির রাজনীতির সাথে জড়িত। পৌর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুবি আক্তার ফুটবল প্রতীক এবং জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া আক্তার প্রজাপতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও নির্বাচনে অংশগ্রহণের অপরাধে বিএনপি থেকে রাবেয়া আক্তারকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, হাজীগঞ্জ উপজেলায় ভোটার হলেন ২ লাখ ৮৬ হাজার ৪৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৮ হাজার ৮৪১ জন ও মহিলা ভোটার ১ লাখ ৩৭ হাজার ৬৪৬ জন। নির্বাচনে ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নে মোট ৮৮টি কেন্দ্রে ৭২০টি বুথে ভোটগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়