প্রকাশ : ২০ মে ২০২৪, ০০:০০
শাহরাস্তিতে ঝড় বৃষ্টিতে উধাও হাজার হাজার নির্বাচনী পোস্টার
উপজেলা পরিষদ নির্বাচনের আমেজে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। ২ মে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর উপজেলার বিভিন্ন এলাকায় ১১জন প্রার্থী তাদের প্রতীক সম্বলিত পোস্টার সাঁটিয়ে তাদের পরিচিতি জানান দেন। এর দুদিন পরেই হঠাৎ বৃষ্টিতে সকল পোস্টার ভিজে ছিঁড়ে যায়। এরপর বেশ ক’দিন পোস্টার ছাড়াই চলে নির্বাচনী প্রচারণা। ২১ মে নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে আবারো উপজেলা জুড়ে শোভা পেতে শুরু করে নির্বাচনী পোস্টার। ১৮ মে দুপুরে হঠাৎ করে আবারও ঝড়-বৃষ্টিতে ভিজে ছিঁড়ে যায় সকল পোস্টার। বর্তমানে পোস্টার ছাড়াই উপজেলা জুড়ে নির্বাচনী আমেজ বিরাজ করছে। কয়েকজনের সাথে যোগাযোগ করে জানা গেছে, বৃষ্টিতে কয়েক লাখ টাকার পোস্টার নষ্ট হয়েছে। নির্বাচনের আগে ভোট কেন্দ্রগুলোতে আবারও পোস্টার সাঁটিনোর প্রস্তুতি নিচ্ছেন প্রার্থী ও তাদের কর্মীরা।