প্রকাশ : ২০ মে ২০২৪, ০০:০০
হাজীগঞ্জে নির্বাচনী টাকা বিতরণ : উপজেলা বিএনপির সেক্রেটারীসহ আটক ২ ॥ ফেসবুকে তোলপাড়
২১ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের এক প্রার্থীর পক্ষে টাকা বিলি করেছেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পাটোয়ারী। এমন অভিযোগে পুলিশ তাকে আটক করেছে। এমন একটি খবরে ফেসবুকে তোলপাড় শুরু হয়। তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্যে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ। এ সময় হাটিলা ইউনিয়ন বিএনপির আরেক নেতাকে আটক করা হয়। একই রাতে উপজেলার একাধিক বিএনপি নেতার বাড়িতে অভিযান চালায় পুলিশ--এমন বিষয়টি একাধিক সূত্র নিশ্চিত করেছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ১৮ মে শনিবার দিবাগত গভীর রাতে পুলিশের হাতে আটক হন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাটিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম পাটোয়ারী এবং ৮নং হাটিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মানিক। রাতের মধ্যে তাদেরকে থানায় নিয়ে আসা হয়। উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের এক প্রার্থীর টাকা বিলিকালে আব্দুর রহিম পাটোয়ারী আটক হযেছেন এমন বিষয় নিয়ে পরের দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তোলপাড় শুরু হয়।
আজাদ কাঁশারী নামে উপজেলা শ্রমিক দলের এক নেতা তার ফেসবুকে লিখেছেন, ‘এই রহিম পাটোয়ারী রসু খাঁ গত সংসদ নির্বাচনে ট্রাক মার্কার নির্বাচন করতে গিয়ে নিজ ইউনিয়ন ৮নং হাটিলা ইউনিয়নে দৌড়ানি খেলো, এখন আবার উপজেলা পরিষদ নির্বাচনে টাকা বিলি করার সময়ে আটক হয়েছে। প্রশ্ন হলো হাজীগঞ্জ উপজেলা বিএনপি কি নির্বাচন বর্জন করে নাকি অর্জন করে সংসার চালায়? স্যালুট জানাই তাকে যে তথ্য দিয়ে এমন মহৎ কাজটা করিয়েছেন। তাকে বিএনপি থেকে বহিষ্কার করার দাবি জানাই।’
টোরাগড় গ্রামের জহির হোসেন জহির নামের যুবদল এক নেতা তার ফেসবুকে লিখেছেন, ‘হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কতিপয় ভায়রা ভাই টাউট বাটপার দালাল চক্রের সভাপতি উপরে লিফলেট বিতরণকারী ভিতরে আওয়ামী লীগের দালাল। বিএনপি যখন নির্বাচন বয়কট করে তখন এই বাটপার গ্রাম থেকে হাজীগঞ্জ সান্ত¡না মার্কেটে ডিমের ব্যবসার আড়ালে আনারস মার্কার এজেন্ট হিসেবে নগদ টাকা বিলি করতে গিয়ে হাজীগঞ্জ থানা পুলিশ কর্তৃক এরেস্ট হয়ে এখন জেলে আছেন। তাকে অবিলম্বে বিএনপির সকল কিছু থেকে বহিষ্কার করা হোক--জেলা নেতৃবৃন্দের কাছে জোর দাবি জানাচ্ছি এবং জননেতা তারেক রহমান সাহেবকে এই তথ্য পৌঁছাতে সকলের দৃষ্টি আকর্ষণ করছি।
পুলিশ হেফাজতে থাকা আব্দুর রহিম পাটোয়ারী বলেন, আমার দল যেখানে উপজেলা পরিষদ নির্বচন বর্জন করেছে সেখানে আমি কেন টাকা বিলি করতে যাবো? এটি পরিকল্পিত ঘটনা ছাড়া আর কিছুই না।
থানা পুলিশ জানায়, আব্দুর রহিম পাটোয়ারীসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা হয়েছে।
হাজীগঞ্জ থানা পুলিশের মুহাম্মদ আব্দুর রশিদ জানান, উপেজেলা পরিষদ নির্বাচন সংক্রান্ত কিছু বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।