বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ মে ২০২৪, ০০:০০

চাঁদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারীর গণসংযোগ

স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারীর গণসংযোগ

চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম মার্কার চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারী পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পৌর এলাকার ৬নং ওয়ার্ড, ৭নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে ভোটারদের মাঝে দোয়াত কলম মার্কার লিফলেট তুলে দেন। বাদ জোহর রেলওয়ে শ্রমিক কলোনী জামে মসজিদে ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজুর জানাজার নামাজের পূর্বে তিনি বক্তব্য রাখেন। এছাড়াও গাউছিয়া কমিটি বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আলোচনা সভা ও মিলাদ মাহফিলে ভোট প্রার্থনা করে বক্তব্য রাখেন।

চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারী বলেন, আপনারা আমাকে বিগত উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী করেছিলেন। আমি নির্বাচিত হয়ে জনগণের জন্যে আমার সাধ্যমতো কাজ করার চেষ্টা করেছি। কিন্তু ভাইস চেয়ারম্যান পদে থেকে বেশি কিছু করা যায় না। তাই ২১মে আমাকে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করলে আমি আপনাদের সেবায় সবসময় নিয়োজিত থাকবো।

এ সময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মাসুদ আলম মিল্টন, পৌর আওয়ামী লীগ নেতা বিপ্লব চক্রবর্তী, অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, সঞ্জিত পোদ্দার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোরশেদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান কাউছার, জেলা যুবলীগের সদস্য আব্দুল গণি গাজী, নজরুল ইসলাম বাদল, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুন্নি, সাধারণ সম্পাদক ছিডু মিজিসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়