প্রকাশ : ১৯ মে ২০২৪, ০০:০০
চাঁদপুর শহরের যানজট নিরসনে ট্রাফিক বিভাগের নতুন রেকার উদ্বোধন
চাঁদপুর জেলা শহরের যানজট নিরসনে ১৮ মে শনিবার চাঁদপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগে নতুন করে রেকার সংযুক্ত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার)। এদিন বেলা ১১টার সময় চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক বিভাগের এই রেকারটি উদ্বোধন করেন পুলিশ সুপার।
এছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাক, বালু বহন করা ট্রলিগুলোকে দিনের বেলা শহরে চলাচল নিষিদ্ধ করাসহ বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এখন থেকে রেকারটি প্রতিদিন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযানে ব্যবহার করা হবে।
যে যে কারণে গাড়ি রেকারিং করা হতে পারে : ১. রেজিস্ট্রেশন বিহীন গাড়ি রাস্তায় চালালে; ২. রুট পারমিটের শর্তভঙ্গ করলে; ৩. একাধিক কেস স্লিপের মেয়াদ উত্তীর্ণ হলে ; ৪. কোর্ট ওয়ারেন্টভুক্ত গাড়ি ওয়ারেন্ট নিষ্পত্তি না করে চালালে ; ৫. গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে; ৬. ফিটনেস বিহীন গাড়ি রাস্তায় নামালে; ৭. অবৈধ পার্কিং করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে; ৮. গাড়ি পার্কিং করে চালক না থাকলে; ৯. দুর্ঘটনায় পতিত গাড়ি; ১০. চাঁদপুর শহরে নিষিদ্ধ সময়ে গাড়ি প্রবেশ করলে।
এছাড়াও যত্রতত্র গাড়ি পার্কিং করে রাস্তায় যানজট সৃষ্টি করলে, ত্রুটিপূর্ণ, ঝুঁকিপূর্ণ গাড়ি রাস্তায় চালালে ট্রাফিক পুলিশ গাড়ি রেকারিং করবে।