বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ মে ২০২৪, ০০:০০

নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে

চাঁদপুরে ‘নো হেলমেট নো ফুয়েল’ বিশেষ অভিযান শুরু

মিজানুর রহমান ॥
চাঁদপুরে ‘নো হেলমেট নো ফুয়েল’ বিশেষ অভিযান শুরু

‘নো হেলমেট নো ফুয়েল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে জেলা পুলিশের উদ্যোগে এবং শহর ও যানবাহন শাখার আয়োজনে বিশেষ অভিযান শুরু হয়েছে। ১৮ মে শনিবার সকালে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়কের দুর্ঘটনা প্রতিরোধে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরে হেলমেট পরিধান নিশ্চিতে পূর্ব ঘোষণা অনুযায়ী ট্রাফিক জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার)।

অভিযানের শুরুতে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা করা হয়। এছাড়াও ওয়েল পাম্পগুলোতে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার সাঁটানো হয়েছে। পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা দেয়া হয়। এদিকে শহরের শৃঙ্খলা ও যানজট এড়াতে ট্রাফিক বিভাগে একটি রেকার সংযুক্ত করা হয়। সেটিরও উদ্বোধন করেন পুলিশ সুপার। জেলার হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলাসহ প্রতিটি উপজেলার বিভিন্ন পয়েন্টে এই অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার।

ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, সড়কে দুর্ঘটনা রোধে আপনাদের সচেতনতা জরুরি। তাই মোটরসাইকেল চালকগণ অবশ্যই মাথায় হেলমেট পরিধান করবেন। অন্যথায় জননিরাপত্তা নিশ্চিতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

‘নো হেলমেট, নো ফুয়েল’ এ কথা স্মরণে রেখে কোনো মোটরসাইকেল আরোহীকে যেন জ্বালানি সরবরাহ না করা হয় সে বিষয়ে জ্বালানি সরবরাহকারী মালিক ও শ্রমিকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

পুলিশ সুপার বলেন, সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নির্দেশনা দিয়েছেন হেলমেট ছাড়া কাউকে ফুয়েল দেয়া যাবে না। সারাদেশেই কার্যক্রম চালু হয়েছে। চাঁদপুরেও পুলিশ একযোগে ৮ উপজেলায় এই কার্যক্রম পরিচালনা করছে। হেলমেটবিহীন যারা মোটরসাইকেল নিয়ে সড়কে বের হবে তাদেরকে ট্রাফিক আইনের আওতায় আনা হবে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, ডিআই-১ মনিরুল ইসলাম, সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম, চাঁদপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) মাহফুজুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর ওসি এনামুল হক চৌধুরীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নের জন্যে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর। সেই আলোকে চাঁদপুরে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

‘একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না’। সড়ক দুর্ঘটনায় যিনি মৃত্যুবরণ করেন, তার পরিবারকে দীর্ঘকাল ধরে বয়ে বেড়াতে হয় দুঃসহ যন্ত্রণা। যারা প্রাণে বেঁচে যান অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়ে তাদের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। বেঁচেও তারা ভোগ করেন মৃত্যুসম যন্ত্রণা। কর্মশক্তি হারিয়ে পরিবার ও সমাজের জন্য হয়ে যান বোঝা।

সড়ক দুর্ঘটনা রোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিতে অহর্নিশ দায়িত্ব পালন করে যাচ্ছে পুলিশ। দুর্ঘটনার লাগাম টেনে ধরার প্রচেষ্টা চলছে অবিরাম। সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অত্যন্ত বেদনার। এ সমস্ত দুর্ঘটনায় যারা হতাহত হচ্ছেন তাদের বেশিরভাগই মোটরসাইকেল আরোহী। মোটরসাইকেল চালনায় সবচেয়ে প্রয়োজনীয় সরঞ্জাম হেলমেট। হেলমেট জীবন রক্ষাকারী। মানসম্মত হেলমেট মৃত্যুঝুঁকি কমায় বহুলাংশে।

মৃত্যুর মিছিল রোধ ও মারাত্মক পঙ্গুত্বের হাত থেকে রক্ষা পেতে চালক ও আরোহীর হেলমেট পরিধান জরুরি।

তাই জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিকবৃন্দের প্রতি পুলিশের অনুরোধ, চালক ও আরোহীর হেলমেট পরিধান ব্যতীত মোটরসাইকেলে আর জ্বালানি নয়। ‘নো হেলমেট, নো ফুয়েল’। আসুন সকলে সচেতন হই, ট্রাফিক আইন মেনে চলি, মোটরসাইকেল চালনায় হেলমেট পরিধান করি, নিরাপদ সড়ক নিশ্চিত করি। চাঁদপুর জেলা পুলিশের পক্ষ হতে এ আহবান জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়