বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ মে ২০২৪, ০০:০০

হাজীগঞ্জে প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভা

কামরুজ্জামান টুটুল ॥
হাজীগঞ্জে প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভা

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাচনের রিটার্নিং অফিসার বশির আহমেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার তাপস শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ।

উপজলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফারুক হোছাইনের সঞ্চালনায় সভায় প্রিজাইডিং অফিসারদের মধ্যে বক্তব্য রাখেন শাহাদাত হোসেন, সঞ্জয় সরকার, এইচএম আমিনুল ইসলাম, আতিকুর রহমান, মোঃ আবু সুফিয়ান, মোঃ ফারুক হোসেন প্রমুখ।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহানসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও সকল প্রিজাইডিং অফিসার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২১ মে হাজীগঞ্জ, শাহরাস্তি ও চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৩ জন চেয়ারম্যান প্রার্থী ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়