প্রকাশ : ১৮ মে ২০২৪, ০০:০০
হাজীগঞ্জে প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভা
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাচনের রিটার্নিং অফিসার বশির আহমেদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার তাপস শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ।
উপজলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফারুক হোছাইনের সঞ্চালনায় সভায় প্রিজাইডিং অফিসারদের মধ্যে বক্তব্য রাখেন শাহাদাত হোসেন, সঞ্জয় সরকার, এইচএম আমিনুল ইসলাম, আতিকুর রহমান, মোঃ আবু সুফিয়ান, মোঃ ফারুক হোসেন প্রমুখ।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহানসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও সকল প্রিজাইডিং অফিসার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২১ মে হাজীগঞ্জ, শাহরাস্তি ও চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৩ জন চেয়ারম্যান প্রার্থী ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।