বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ মে ২০২৪, ০০:০০

হাজীগঞ্জে হাঁস খুঁজতে গিয়ে মিললো লাশ

কামরুজ্জামান টুটুল ॥
হাজীগঞ্জে হাঁস খুঁজতে গিয়ে মিললো লাশ

স্থানীয় এক নারীর পালিত হাঁস সন্ধ্যার পরে ঘরে না ফেরার কারণে বাড়ির পাশে খালে সেই হাঁসের দলকে খুঁজতে যান এক নারী। এ সময় খালে দেখতে পান অপরিচিত এক নারীর লাশ। ডাক-চিৎকার দিয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান তিনি। ১৬মে বৃহস্পতিবার দিবাগত রাতের ঘটনাটি হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের হাটখোলা বাড়ির পাশের। খবর পেয়ে পুলিশ সেই পরিত্যক্ত খাল থেকে অজ্ঞাত ৩৫-৫০ বয়সী নারীর লাশটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জনায়, এদিন সন্ধ্যার পর ওই ইউনিয়নের বেলঘর গ্রামের বড় হাটখোলা বাড়ি সংলগ্ন এলাকার কচুয়ামুখী উধরা খালে স্থানীয় এক নারী তার পালিত হাঁস খুঁজতে গিয়ে লাশটি দেখতে পান। এ সময় তিনি ডাক-চিৎকার দিয়ে অচেতন হয়ে পড়েন। তার ডাক-চিৎকারে শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় লাঠি দিয়ে খালের কচুরিপানার স্তূপ সরালে তারা এক নারীর মরদেহ দেখতে পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশকে খবর দেন।

এদিকে খবর পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থলে ছুটে যান। এছাড়াও অধিকতর তদন্তের জন্য ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুরের কর্মকর্তারা। এরপর খাল থেকে ওই মরদেহ উদ্ধার এবং সুরতহাল প্রতিবেদনসহ হাজীগঞ্জ থানা পুলিশ ও পিবিআই-এর আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করে মরদেহটি থানা হেফাজতে নিয়ে আসে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ চাঁদপুর কণ্ঠকে বলেন, সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহটি ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায়নি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়