বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ মে ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদগঞ্জ ব্যুরো ॥
ফরিদগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রাম থেকে রেদওয়ান হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৭ মে শুক্রবার সকালে মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়। পেশায় দিনমজুর রেদওয়ান ওই গ্রামের মৃত আহছান উল্যার ছেলে ও এক সন্তানের জনক।

স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মৃধা বলেন, গত কয়েক বছর পূর্বে পাশের গ্রামের মফিজ মিয়ার মেয়ে খাদিজা আক্তারের সাথে ইসলামি শরিয়া মোতাবেক পারিবারিকভাবে বিয়ে হয় তার। বিয়ের সময় খাদিজা আক্তার অপ্রাপ্তবয়স্ক হওয়ার কারণে বিয়েতে কাবিন না হলেও তারা দাম্পত্য জীবন শুরু করেন। রেদওয়ান ও খাদিজা দম্পতির ঘরে রাহাতুল ইসলাম নামে দেড় বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে। সম্প্রতি তাদের পারিবারিক কলহ সৃষ্টি হলে খাদিজা তার স্বামী রেদওয়ানের বিরুদ্ধে যৌতুকের দাবি, নারী ও শিশু নির্যাতনসহ একাধিক অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন। মামলা চলমান থাকায় তার স্ত্রী বাবার বাড়িতে শিশু সন্তানকে নিয়ে অবস্থান করে আসছে। পারিবারিক এসব কারণে হয়তো রেদওয়ান আত্মহত্যা করে থাকতে পারে।

রেদওয়ানের বোন রহিমা বেগম বলেন, আমার ভাই তার বসতঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এ খবর পেয়ে আমি এসে প্রতিবেশীদের সহায়তা নিয়ে ভাইয়ের মরদেহ নামিয়ে বিছানায় রাখি। পরে পুলিশ এসে লাশ নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন বলেন, সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়