প্রকাশ : ১৮ মে ২০২৪, ০০:০০
দোয়াত-কলম বনাম ঘোড়া মার্কার পাল্টাপাল্টি শোডাউন
নেতার শোডাউনের জবাবে কর্মীর শোডাউন! জেলা জুড়ে আলোচনা
২১ মে অনুষ্ঠিতব্য চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে চাঁদপুরের রাজপথ উত্তপ্ত। নির্বাচনী আমেজ বিরাজ করছে সর্বত্র। ক্ষমতাসীন দলের মধ্যে একাধিক শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী পুরো নির্বাচনকে উৎসবমুখর করে তুলেছে। তবে তরুণ এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিস্থিতি সংঘাতের দিকে নিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এ নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুর শহরবাসী পর পর দুদিন পাল্টাপাল্টি শোডাউন দেখল। শহরবাসী বেশ উপভোগ করছে। বৃহস্পতিবার ঘোড়া মার্কার সমর্থনে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিদ্বয় অ্যাডঃ জসিম উদ্দিন পাটওয়ারী ও অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানের নেতৃত্বে চাঁদপুর শহরে শোডাউন (মিছিল) হয়েছে। এই শোডাউনের জবাবে দোয়াত কলম মার্কার সমর্থনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনের নেতৃত্বে গতকাল ১৭ মে চাঁদপুর শহরে বিশাল শোডাউন (মিছিল) হয়েছে। এ যেনো নেতার শোডাউনের জবাবে কর্মীর শোডাউন।
সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচিত দুই প্রার্থী হচ্ছেন আইয়ুব আলী বেপারী (দোয়াতকলম) ও হুমায়ুন কবির সুমন (ঘোড়া)। আইয়ুব আলী বেপারীর সমর্থনে রয়েছেন জেলা আওয়ামী লীগের বেশ কিছু নেতা, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল ও পৌর যুবলীগের আহ্বায়ক আঃ মালেক শেখ, যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম ও ইকবাল হোসেন বাবু পাটওয়ারীর নেতৃত্বে যুবলীগের বৃহৎ অংশ, অ্যাডঃ হেলাল হোসাইন ও ফেরদৌস মোর্শেদ জুয়েলের নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-হেলাল ইনু, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল হোসেন, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক অনিক সরকার ও আরাফাত সানির নেতৃত্বে ছাত্রলীগের বৃহৎ একটি অংশ। আর হুমায়ুন কবির সুমনের সমর্থনে রয়েছে সদর উপজেলা যুবলীগ এবং জেলা ছাত্রলীগের সাবেক দুই সভাপতি অ্যাডঃ জসিম উদ্দিন পাটওয়ারী ও অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। এ দুই নেতা এই কদিন পর্দার আড়ালে থেকে হুমায়ুন কবির সুমনকে পরিচালনা করে আসলেও বৃহস্পতিবার তারা ঘোড়া মার্কার শোডাউনে নেতৃত্ব দেয়ার মধ্য দিয়ে প্রকাশ্যে আসলেন। বৃহস্পতিবার এই মিছিলটি শহরের নতুন বাজার এলাকা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জোড় পুকুর পাড় এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এই মিছিলে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, সাবেক সভাপতি শেখ মোঃ মোতালেব, আতাউর রহমান পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক ওবায়েদুর রহমান তৃপ্তি, পারভেজ করিম বাবু, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কাউন্সিলর সোহেল রানা, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটোয়ারী, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা ছাত্রলীগের সাবেক দুই সভাপতির নেতৃত্বে ঘোড়া মার্কার সমর্থনে শোডাউনের জবাবে দোয়াতকলম মার্কার সমর্থনে পাল্টা শোডাউন করলেন জেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের সর্বস্তরের নেতা-কর্মীরা। শহরবাসী পাল্টাপাল্টি এই শোডাউনকে নেতা বনাম কর্মীর শোডাউন হিসেবে দেখছে। বৃহস্পতিবারের শোডাউনের জবাবে গতকাল শুক্রবারের পাল্টা শোডাউন শহরকে নাড়া দিয়েছে। গতকালকের শোডাউন (বিশাল গণমিছিল) চাঁদপুর সরকারি কলেজ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার দোয়াতকলম মার্কার অফিসের সামনে এসে শেষ হয়। এই মিছিলে আরো যেসব নেতৃবৃন্দ ছিলেন তারা হলেন জেলা ছাত্রলীগের সাবেক নেতা এমএ বাসার, মজিবুর রহমান বাবু, বিপ্লব খান, অপু পাটওয়ারী, বর্তমান সহ-সভাপতি রিয়াজ আহমেদ পাবেল, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল হেলাল ইনু, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সোহেল হোসেন, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল হেলাল ইনু, জেলা ছাত্রলীগ নেতা ওয়ালি উল্লাহ সুমন, শাহজালাল রাজু, মেহেদী হাসান, নাইমুর রহমান আশিক, খোরশেদ আলম আকিব, কাদির মৃধা, আল-আমিন, ইসমাইল খান, মোস্তফা কামাল, আরেফিন সিদ্দিক, পৌর ছাত্রলীগ নেতা অনিক সরকার, আরাফাত সানিসহ জেলা, সদর, পৌর, কলেজসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন বাজারে সমাবেশে চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান বলেন, সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি আপার জন্য আজ আমি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। দীপু আপা চাঁদপুরবাসীর একজন অভিভাবক। তাঁর নির্দেশনা চাঁদপুর জেলা ছাত্রলীগ অক্ষরে অক্ষরে পালন করবে। আইয়ুব আলী বেপারী একজন পরিশ্রমী নেতা। তাঁর নামে ভূমিদখল বা চাঁদাবাজির কোনো অভিযোগ নেই। নির্বাচনে দোয়াত কলম মার্কাকে বিজয়ী করতে প্রতিটি কেন্দ্রে ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। তাহলে দোয়াত কলম মার্কার বিজয় সুনিশ্চিত হবে।
মিছিল শেষে চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারীর দোয়াত কলম মার্কার লিফলেট বিতরণ করা হয়।