বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ মে ২০২৪, ০০:০০

হাজী মোঃ কাউছ মিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

স্টাফ রিপোর্টার ॥
হাজী মোঃ কাউছ মিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

বাংলাদেশের প্রবীণ ব্যবসায়ী ও শীর্ষ করদাতা, চাঁদপুরের কৃতী সন্তান, প্রখ্যাত সমাজসেবক, দানবীর হাজী মোঃ কাউছ মিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তাঁর বয়স ৯৪ বছর।

হাজী মোঃ কাউছ মিয়া বার্ধক্যজনিত কারণে গেলো রমজান মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় পারিবারিক সিদ্ধান্তে ঈদের তিনদিন পর ১৪ এপ্রিল রোববার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নেয়া হয়। এখন পর্যন্ত তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাজী মোহাম্মদ কাউছ মিয়ার শারীরিক সুস্থতার এই খবর সিঙ্গাপুরে তাঁর সঙ্গে থাকা ছেলে হাজী মোঃ মানিক মিয়া তার ফেসবুক পেইজে নিশ্চিত করেন। তার ছোট ছেলে হাজী মোঃ মোস্তফা মিয়া সুমন জানান, এমনিতেই আব্বা বার্ধক্যজনিত রোগে ভুগছেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে শারীরিক অবস্থার গুরুতর অবনতি হলে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নিয়ে যাই। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। আমরা পরিবারের পক্ষ থেকে আব্বার পরিপূর্ণ সুস্থতার জন্যে দেশবাসীর দোয়া চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়