প্রকাশ : ১৮ মে ২০২৪, ০০:০০
উপজেলা নির্বাচন বর্জনে বাবুরহাটে জেলা বিএনপির লিফলেট বিতরণ
২১ তারিখ কেউ ভোট কেন্দ্রে যাবেন না
------শেখ ফরিদ আহমেদ মানিক
‘দেশ বাঁচাও-মানুষ বাঁচাও’ এ স্লোগানে চাঁদপুরের সর্বস্তরের জনসাধারণকে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে ১৭ মে শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে লিফলেট বিতরণ করেছেন চাঁদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ। জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে বাবুরহাট স্কুলের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু হয়ে বাবুহারট বাজার প্রদক্ষিণ করে মতলব রোডের মাথায় গিয়ে শেষ হয়। এ সময় শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ২১ তারিখ প্রহসনের নির্বাচনে ভোটাররা যেন ভোট কেন্দ্রে না যায় সেজন্যে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা আপনাদের প্রতিবেশীদের বুঝাবেন যাতে কেউ ভোট কেন্দ্রে না যায়। এটি এই সরকারের প্রহসনের নির্বাচন। কাজেই ২১ তারিখ কেউ ভোট কেন্দ্রে যাবেন না।
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডঃ রফিক শিকদার, ড. খন্দকার মারুফ হোসেন, হেনা আলাউদ্দিন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিল্লাল হোসেন তারেক, সদস্য অ্যাডঃ নাহিদ, জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক সেলিমুস সালাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি, অ্যাডঃ হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ মাঝি প্রমুখ।
এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন মজুমদার, সাধারণ সম্পাদক বাবুল মাল, আশিকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী রিপন, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান সুমন।