প্রকাশ : ১৮ মে ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে একদিনে তিন মুক্তিযোদ্ধার মৃত্যু
ফরিদগঞ্জে বার্ধক্যজনিত কারণে একইদিনে তিন বীর মুক্তিযোদ্ধা ইন্তেকাল করেছেন (ইন্না...রাজিউন)। পরে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদর্শন শেষে তাঁদের নিজ নিজ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তাঁরা হলেন : বালিথুবা পশ্চিম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মিয়াজী বাড়ির মোহাম্মদ উল্লাহ মিয়াজী (৭৮), একই ইউনিয়নের দেইচর গ্রামের খান বাড়ির ডাঃ চাঁদ খান (৭২) ও গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া গ্রামের তপাদার বাড়ির মোঃ আঃ কাদের তপাদার (৭৫)।
জানা গেছে, বার্ধক্যজনিত কারণে ১৬ মে বৃহস্পতিবার রাতে উক্ত তিন বীর মুক্তিযোদ্ধা তাঁদের নিজ নিজ বাড়িতেই ইন্তেকাল করেন। পরে শুক্রবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদর্শন শেষে তাঁদের লাশ নিজ নিজ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।