প্রকাশ : ১৭ মে ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে এক ব্যতিক্রমী পথসভা!
চেয়ারম্যানের পথসভায় একমঞ্চে ভাইস চেয়ারম্যান প্রার্থীরা
গতকাল ১৬ মে বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রূপসা বাজারে চিংড়ি প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খাজে আহমেদ মজুমদারের সমর্থনে আয়োজিত পথসভায় একজন ব্যতিরেকে ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণকারী সকল প্রার্থী এক মঞ্চে উঠেছেন এবং নিজ প্রতীকের সমর্থনে ভোট ও দোয়া প্রার্থনা করেছেন। এদের মধ্যে দুইজন প্রার্থী আবার নিজের প্রতীকের বাইরেও চেয়ারম্যান প্রার্থীর জন্যে ভোট প্রার্থনা করেছেন।
এই পথসভায় অংশগ্রহণকারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু সুফিয়ান শাহীন (প্রতীক চশমা), ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেক পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকবর হোসেন মনির (প্রতীক তালা), ভাইস চেয়াম্যান প্রার্থী যুবলীগ নেতা কামরুজ্জামান সবুজ (প্রতীক বই), ভাইস চেয়াম্যান প্রার্থী (সংরক্ষিত) মাজুদা বেগম (প্রতীক ক্যামেরা) ও হালিমা বেগম (প্রতীক পদ্মফুল)।