প্রকাশ : ১৭ মে ২০২৪, ০০:০০
ভোট বর্জনের আহ্বান জানিয়ে চাঁদপুর শহরে জেলা বিএনপির লিফলেট বিতরণ
প্রহসনমূলক নির্বাচনে আপনারা কেউ ঘর থেকে বের হবেন না
-------শেখ ফরিদ আহমেদ মানিক
দেশ বাঁচাও-মানুষ বাঁচাও এ স্লোগানে চাঁদপুরে উপজেলা নির্বাচন বর্জন করতে জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে ১৬ মে বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরে লিফলেট বিতরণ করেছেন চাঁদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে শহরের নতুনবাজার থেকে লিফলেট বিতরণ শুরু করে জে.এম. সেনগুপ্ত রোড ও জোড়পুকুর পাড় হয়ে কালীবাড়ি মোড় গিয়ে পুনরায় দলীয় কার্যালয় এসে শেষ হয়।
অটোরিকশা যাত্রী, রিকশাচালক, খেটে খাওয়া মানুষ, ব্যবসায়ী, দোকানি ও পথচারীদের মাঝে উপজেলা নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করা হয়। এ সময় শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, প্রহসনমূলক নির্বাচনে ভোট দিতে আপনারা কেউ ঘর থেকে বের হবেন না। আমাদের এই কর্মসূচি আজকেই শেষ নয়। আমাদের কর্মসূচি চলবে নির্বাচনের আগ পর্যন্ত। এটি সরকারের পাতানো নির্বাচন। এই নির্বাচনের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই।
লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্যাহ সেলিম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, শরীফ মোঃ ইউনুছ, মাহমুদ হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক সেলিমুস সালাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি, অ্যাডঃ হারুনুর রশীদ, আফজাল হোসেন, অ্যাডঃ সামছুল ইসলাম মন্টু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা বিএনপির কোষাধ্যক্ষ আঃ কাদির বেপারী, দপ্তর সম্পাদক হযরত আলী, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ নূরুল আমিন খান আকাশ, জেলা যুবদলের সহ-সভাপতি আক্তার হোসেন সাগর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডঃ মুনিরা বেগম চৌধুরী, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ কোহিনূর বেগম, তাঁতী দলের আহ্বায়ক আলী আহমদ, সদস্য সচিব মজিবুর রহমান লিটন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ মাঝি, শামসুল আলম সূর্য, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী প্রমুখ।
এছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও পৌর কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অসংখ্য নেতা-কর্মী লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় তাদেরকে সরকার বিরোধী স্লোগান দিতে দেখা যায়।