প্রকাশ : ১৭ মে ২০২৪, ০০:০০
হাজীগঞ্জে আগুনে পুড়লো ৮ ব্যবসা প্রতিষ্ঠান
হাজীগঞ্জের রামপুর উত্তর বাজারে রাতের আঁধারে পুড়ে গেছে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) ভোররাতে কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন আনোয়ার হোসেন, মোহাম্মদ খোকন, অরুণ কর্মকার, মোঃ সেলিম, মোঃ ফখরুল ইসলাম, হরি কর্মকার ও মোহাম্মদ সোহেল। এর মধ্যে বেশির ভাগ মুদি দোকান, স্বর্ণের দোকান, চা দোকান ও ফলের দোকান।
বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম মানিক জানান, ভোররাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন জানান, রাতে আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে এসে দেখি ৮টি দোকানের সব পুড়ে গেছে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোহাম্মদ আনোয়ার হোসেন পারভেজ জানান, দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।