প্রকাশ : ১৭ মে ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে দুটি ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা
ফরিদগঞ্জে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে আয়েশা ব্রিক ফিল্ড ও মহসিন-ইমাম ব্রিক ফিল্ড নামের দুই ইটভাটা কোম্পানিকে দুই লাখ টাকা করে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুটি চুল্লি বন্ধ করে দেয়া হয়। গত বুধবার (১৫ মে) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের প্রজ্ঞাপনে এসব তথ্য জানা গেছে।
গল্লাক বাজার এলাকার আয়েশা ব্রিক ফিল্ডকে দুই লাখ এবং মহসিন-ইমাম ব্রিক ফিল্ডকে দুই লাখসহ মোট চার লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসানের উপস্থিতিতে ফায়ার ব্রিগেডের সহায়তায় ইটভাটায় পানি ঢেলে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হান্নানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পুলিশ এবং উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা মোবাইল কোর্টকে সার্বিক সহযোগিতা করেন।