বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৬ মে ২০২৪, ০০:০০

ঘোড়া মার্কার সমর্থনে আইনজীবীদের সাথে মতবিনিময়

আপনাদের এ সমর্থন আমাকে ভীষণ শক্তি ও সাহস জুগিয়েছে

----চেয়ারম্যান প্রার্থী অ্যাডঃ হুমায়ুন কবির সুমন

স্টাফ রিপোর্টার ॥
আপনাদের এ সমর্থন আমাকে ভীষণ শক্তি ও সাহস জুগিয়েছে

চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে ঘোড়া মার্কার সমর্থনে আইনজীবীদের সাথে চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাডঃ হুমায়ন কবির সুমনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ মে (মঙ্গলবার) দুপুর ২টায় সমিতির মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রার্থীসহ ভোটাররা।

মতবিনিময়কালে চেয়ারম্যান প্রার্থী অ্যাডঃ হুমায়ুন কবির সুমন আবেগঘন বক্তব্যে বলেন, সত্যি আজ আমি আইনজীবীদের সমর্থন পেয়ে শক্তি পেয়েছি। আমি নিজে একজন আইনজীবী হওয়ায় আপনাদের এ সমর্থন আমাকে ভীষণ শক্তি ও সাহস জুগিয়েছে। আপনারা সকলে আপনাদের আত্মীয়-স্বজনদের নিয়ে ২১ তারিখে ভোটকেন্দ্রে গিয়ে ঘোড়া প্রতীকে একটি করে ভোট দিবেন। দীর্ঘ চার মাস ধরে আমি মাঠ চষে বেড়াচ্ছি। এ সময় সদর উপজেলা ও পৌর এলাকার জনগণের ভীষণ সাড়া ও ভালোবাসা পেয়েছি। অনেক সময় বলা হয়েছে, আমি প্রার্থী হিসেবে মাঠে থাকবো কিনা। কিন্তু দীর্ঘ চার মাস ধরে আমি একটি মিনিটের জন্যেও মাঠ ছাড়িনি। আমি গরিব-দুঃখী মানুষের জন্যে করোনাকাল থেকে কাজ করছি। সাথে এ রমজান মাসে ৮/১০টি এতিমখানায় এতিমদের ইফতারের ব্যবস্থা করেছি। শীতে গভীর রাতে গিয়ে ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। আমি সুমন কিন্তু মাঠ ছাড়িনি। আমি সবসময় ভালো কাজ করার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছি।

সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডঃ আহছান হাবীব, অ্যাডঃ রুহুল আমিন সরকার, অ্যাডঃ শেখ জহির, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডঃ জহির উদ্দিন বাবর (বাবর বেপারী), অ্যাডঃ গোলাম মোস্তফা, অ্যাডঃ মনোয়ারুল ইসলাম, অ্যাডঃ কাজী আব্দুল গফুর, অ্যাডঃ মোবারক হোসেন, অ্যাডঃ জসিমউদদীন (২) প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়