প্রকাশ : ১৬ মে ২০২৪, ০০:০০
স্কুল বন্ধ রেখে বাড়িতে ঘুম, প্রধান শিক্ষককে শোকজ
মতলব দক্ষিণ উপজেলায় স্কুল বন্ধ রেখে ঘুমানোর দায়ে প্রধান শিক্ষককে কারণ দর্শাতে বলা হয়েছে। মঙ্গলবার নায়েরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে কারণ দর্শানোর নোটিস দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।
সোমবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও নায়েরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলছিলো। শিক্ষার্থীরা স্কুল বন্ধ দেখে বইপত্র নিয়ে বাড়ি চলে যায়। এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে বিষয়টি জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার নজরে আসে। এ ঘটনায় মঙ্গলবার বিদ্যালয়টির প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। আগামী ৫ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
জানা গেছে, নায়েরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয় শিক্ষকের মধ্যে পাঁচজন চাঁদপুর সদর উপজেলা নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ নিতে জেলা নির্বাচন কার্যালয়ে যান। বাকি ছিলেন প্রধান শিক্ষক। একাকিত্বের কারণে তিনিও সোমবার স্কুলে যাননি। বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বাড়িতেই ঘুমিয়ে ছিলেন তিনি। বিদ্যালয়ে এসে দীর্ঘ সময় অপেক্ষা করে বাড়ি চলে যায় শিক্ষার্থীরা। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অভিভাবকরা।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (ওই ক্লাস্টারের দায়িত্বে থাকা) মজিবুর রহমান বলেন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক ব্যতীত সব শিক্ষককে নির্বাচনী প্রশিক্ষণে পাঠানো হয়েছে। তবে বিদ্যালয় বন্ধ রাখার তো প্রশ্নই আসে না।
উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমুন্নাহার বলেন, কোনো কারণ ছাড়াই পাঠদান বন্ধ রেখে বিদ্যালয়ে তালা দিয়ে বাড়িতে ঘুমাচ্ছেন প্রধান শিক্ষক--অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে এমন খবর পেয়ে প্রধান শিক্ষক মিজানুর রহমানকে শোকজ করা হয়েছে। সূত্র : সমকাল।