প্রকাশ : ১৬ মে ২০২৪, ০০:০০
পুলিশ স্টাফ কলেজ ও চাঁদপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা
ঢাকার মিরপুরে অবস্থিত পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিএসটিইউ)-এর মধ্যে শিক্ষা, গবেষণা ও স্মার্ট পুলিশিংসহ সংশ্লিষ্ট বিষয় পরিচালনায় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল বুধবার কলেজের পক্ষে রেক্টর ড. মল্লিক ফখরুল ইসলাম এবং ইউনিভার্সিটির পক্ষে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ নাছিম আখতার সমঝোতা স্বাক্ষর করেন।
কলেজ রেক্টর ড. মল্লিক ফখরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষাবিদ এবং পেশাজীবীগণের মধ্যে শিক্ষা ও গবেষণাসহ অন্যান্য বিষয়ে সহযোগিতা বাড়াতে হবে। এর ফলে শুধু পুলিশ সদস্যরাই নয়, দেশের জনগণ ব্যাপকভাবে উপকৃত হবে। একই সঙ্গে আইনি সেবা প্রদানের পদ্ধতি ও কৌশল লাভের মাধ্যমে সেবায় আত্মনিয়োগ করতে পারবে।
তিনি বলেন, বৈশ্বিক অপরাধের সঙ্গে দেশীয় অপরাধের বৈচিত্র্য এসেছে। উচ্চশিক্ষার মাধ্যমে কর্মকর্তাগণ অপরাধ মোকাবেলায় তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান লাভে সক্ষম হবে। সরকারের রূপকল্প-২০৪১ বাস্তবায়নে উন্নত, সমৃদ্ধ বাংলাদেশকে সহযোগিতায় স্মার্ট পুলিশিং কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একাডেমিক জ্ঞান সহায়ক ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে কলেজের সিনিয়র ডিরেক্টিং স্টাফ (ট্রেনিং) এএফএম মাসুম রব্বানী এ ধরনের উদ্যোগে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ধন্যবাদ দেন। সূত্র : দেশ রূপান্তর।