বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৬ মে ২০২৪, ০০:০০

বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক

প্রযুক্তির বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞানে জোর দিতে হবে

স্টাফ রিপোর্টার ॥
প্রযুক্তির বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞানে জোর দিতে হবে

‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ প্রতিপাদ্যে চাঁদপুরে জেলা প্রশাসনের আয়োজনে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, দুদিনব্যাপী বিজ্ঞান মেলা এবং ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার (১৫ মে) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মিলনায়তনে এ উপলক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার), চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশ ও জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সাংবাদিক ও সংস্কৃতি সংগঠক এমআর ইসলাম বাবু।

বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় চাঁদপুর সরকারি কলেজসহ জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ৩৪টি উদ্ভাবনী উপস্থাপন করা হয়।

সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজ্ঞানভিত্তিক উপস্থিত বক্তব্য, কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান অলিম্পিয়াড ও বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, বর্তমানে বিজ্ঞান প্রযুক্তির বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞানের ওপর আরো বেশি জোর দিতে হবে এবং বিজ্ঞান বিষয়ে লেখাপড়া, চর্চা ও গবেষণা করতে হবে। কেননা স্মার্ট দেশ গড়তে বিজ্ঞানের ওপর ব্যাপক গবেষণার প্রয়োজন।

তিনি বলেন, তথ্য প্রযুক্তিতে দেশ অনেক দূর এগিয়ে গেছে। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা স্টিম এডুকেশন অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও ম্যাথম্যাথিকস্ বিষয়ে পড়ালেখা করলে বিশ্বের যে কোনো দেশ তাদের জন্যে শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে উন্মুক্ত। তোমরাই গ্লোবাল সিটিজেন। প্রযুক্তির মাধ্যমে বিশ্বে টিকে থাকতে হলে স্কিল ডেভেলপ করতে হবে, বিভিন্ন দেশের ভাষা শিখতে হবে। প্রযুক্তির মাধ্যমে দেশকে বিশ্বের বুকে পরিচিত করে দিতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়