প্রকাশ : ১৫ মে ২০২৪, ০০:০০
কচুয়ায় চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী পাটোয়ারীর গণসংযোগ
তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটোয়ারী দোয়াত-কলম মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণা করেছেন। গতকাল মঙ্গলবার দিনভর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও প্রচারণা শেষে বিকেলে কচুয়া পৌর বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও পথচারীদের সাথে দোয়াত-কলম মার্কায় ভোট চেয়ে তিনি গণসংযোগ করেন।
এ সময় তিনি বলেন, আমি ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত এ কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের সভাপতিও ছিলাম। আমারও বয়স হয়েছে। শেষ বয়সে আপনারা আমাকে আরেকবার সেবা করার সুযোগ দিয়ে আমার পাশে থাকবেন। আমি দীর্ঘ ৩৫ বছর ধরে এই কচুয়ার আওয়ামী লীগ পরিবারের সাথে সম্পৃক্ত আছি। আজকের এই গণসংযোগ ও প্রচারণায় বিপুল সংখ্যক মানুষের সাড়া পেয়েছি। আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্বকালে আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ উঠেনি। পাশাপাশি কেউ অসৌজন্যমূলক আচরণ আমার কাছ থেকে পায়নি। ২৯ মে আপনারা সকলে ভোট কেন্দ্রে গিয়ে দোয়াত-কলম প্রতীকে একটি করে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহীদ বিএসসি, প্রচার সম্পাদক আলী আজগর প্রধান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খোকন, সদস্য আহসান হাবীব প্রাঞ্জল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জহিরুল ইসলাম টগর, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মামুন ভূঁইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মাসুদুর রহমান, পৌর যুবলীগে সহ-সভাপতি শাহাদাত হোসেন বাদশা, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা প্রধানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।