প্রকাশ : ১৫ মে ২০২৪, ০০:০০
হাজীগঞ্জে ভুয়া দন্তচিকিৎসককে ১০ দিনের জেল
হাজীগঞ্জ ভ্রাম্যমাণ আদালত ভুয়া এক দন্তচিকিৎসককে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেছেন। সোমবার (১৩ মে) বিকেলে হাজীগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।
হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ শাহজাহান মেমোরিয়াল অ্যান্ড ট্রমা হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারের এক্স-রে রুম সিলগালা এবং মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় মা ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী ও ডেন্টিস্ট শাহপরানের সনদ না থাকার পরও চিকিৎসাসেবা দেয়ার অপরাধে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মাওলা নঈম, সহকারী স্যানেটারি ইন্সপেক্টর মোঃ জসিম উদ্দিন, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুর রউফসহ অন্য সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ভুয়া দন্তচিকিৎসককে কারাদণ্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মাওলা নঈম।