প্রকাশ : ১৫ মে ২০২৪, ০০:০০
চাঁদপুরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ
পাতানো নির্বাচনী ফাঁদে কেউ যেন না পড়ে
--------অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম
চাঁদপুরে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। ১৩ মে সোমবার বিকেলে চাঁদপুর-কুমিল্লা সড়কের স্টেডিয়াম রোড, ইলিশ চত্বর, চেয়ারম্যান ঘাট, বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে সিএনজি অটোরিকশাচালক, ব্যাটারিচালিত অটোবাইক, যাত্রী, খেটে খাওয়া মানুষ, ব্যবসায়ী, দোকানি ও পথচারীদের মাঝে উপজেলা নির্বাচন বর্জনের এই লিফলেট বিতরণ করা হয়।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিমের নেতৃত্বে চাঁদপুর পৌর বিএনপি, যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ভোট বর্জনের লিফলেট বিতরণ করেন।
পরে বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম।
এ সময় তিনি বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। যা জনগণের কাছে প্রমাণিত। আমাদের আগে থেকে সতর্ক হওয়া উচিত, এই সরকারের পাতানো নির্বাচনী ফাঁদে কেউ যেন না পড়ে। গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভোট বর্জনের ডাকে দেশের ৯৫ ভাগ মানুষ ভোট কেন্দ্রে যায়নি। তাই জাতীয় নির্বাচনের মত তামাশার উপজেলা নির্বাচনেও জনগণ বর্জন করবে।
বিএনপির বিতরণ করা লিফলেটে লেখা আছে, এই সরকার ভোট, সংবিধান, ভিন্নমত প্রকাশ, বহুদলের অংশগ্রহণে নির্বাচনসহ মানুষের সহজাত অধিকারগুলো নির্দয়ভাবে হরণ করেছে। আওয়ামী লীগের রাজনীতির একমাত্র ভিত্তি হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখা। গণতন্ত্র পুণরুদ্ধারের চলমান আন্দোলনের অংশ হিসেবে এ আন্দোলন। লিফলেটে সরকারের নানা কর্মকাণ্ডের ব্যাপক সমালোচনা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা বিএনপির প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সহ-সভাপতি সরোয়ার গাজী, মোস্তফা বন্দুকশী, সিনিয়র সদস্য দেওয়ান মোহাম্মদ জুয়েল, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজান কবির খোকা, জেলা তাঁতীদলের আহ্বায়ক আলী আহমদ কমিশনার, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা কাইয়ুম খান, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী প্রমুখ।