বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৫ মে ২০২৪, ০০:০০

মাদকবিরোধী সচেতনতা তৈরিতে শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ

মাদকের আগ্রাসন থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে

-----------জেলা প্রশাসক কামরুল হাসান

স্টাফ রিপোর্টার ॥
মাদকের আগ্রাসন থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে

‘মাদককে না বলুন, সুস্থ সুন্দর জীবন গড়ুন’ প্রতিপাদ্যে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে শিক্ষকদের দিনব্যাপী মেন্টর তৈরি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথসহ মাদকবিরোধী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, রূপকল্প-২০৪১ বাস্তবায়নের প্রধান কারিগর ও মূল চালিকাশক্তি যুবসমাজ মাদকের আগ্রাসনে দিকভ্রষ্ট হচ্ছে। তারা আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে যেখানে সামনের দিকে তাদের ভিশন নিয়ে এগিয়ে যাবে, তা না করে তারা মাদকসেবন করে জীবনীশক্তি হারিয়ে অন্ধকারে নিপতিত হচ্ছে। অন্ধকার থেকে যুবসমাজকে আলোর পথে ফিরিয়ে আনতে শিক্ষার কোনো বিকল্প নেই।

তিনি আরো বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করে মাদকের আগ্রাসন থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে। তাহলেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অপরাধমুক্ত, মানবিক, প্রতিযোগিতামূলক সমৃদ্ধশালী দেশ গড়া সম্ভব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়