বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৫ মে ২০২৪, ০০:০০

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাবগুলো শিক্ষার্থীদের জন্যে উন্মুক্ত রাখতে হবে

------উপাচার্য অধ্যাপক ড. মোঃ নাছিম আখতার

প্রেস বিজ্ঞপ্তি ॥
শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাবগুলো শিক্ষার্থীদের জন্যে উন্মুক্ত রাখতে হবে

‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃৃদ্ধি’ প্রতিপাদ্যে চাঁদপুরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন হয়েছে। ১৪ মে মঙ্গলবার সকাল ১০টায় চাঁদপুর সরকারি কলেজ ভবনের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করে চাঁদপুর জেলা প্রশাসন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নাছিম আখতার। তিনি বলেন, আমরা প্রাকৃতিক অনেক বিষয় এড়িয়ে চলি। রোদ থেকে দূরে থাকি। এসির মধ্যে থাকি। যেখানে তাপমাত্রা থাকে ২৫ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু রোদ হচ্ছে একটি বড় শক্তি। রোদ ছাড়া ফসল উৎপাদন হয় না। তাই প্রাকৃতিক শক্তিকে কাজে লাগাতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে যেমন জ্ঞান আহরণ করবে, তেমনি নিয়মিত খেলাধুলার চর্চা করবে। খেলাধুলা করলে শরীরের প্রয়োজনীয় হরমোন ভালো থাকে। এর ফলে মানসিকতা ভালো থাকে এবং অপরাধমূলক ও বিকৃত মনমানসিকতা থেকে দূরে থাকে।

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাবগুলো উন্মুক্ত রাখতে হবে। শিক্ষার্থীদেরকে বাস্তবে বিজ্ঞান শিক্ষা দিতে হবে। যাতে করে পড়ার পাশাপাশি বাস্তবে কাজ করতে কোনো ধরনের ভয়-ভীতি না থাকে।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, বাবুরহাট স্কুল ও কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন প্রমুখ।

চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথসহ সরকারি কলেজ ও শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

সবশেষে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা বিজ্ঞান মেলা উপলক্ষে শিক্ষার্থীদের উদ্ভাবন উপস্থাপন করা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে তাদের উদ্ভাবন বিষয়ে কথা বলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়