বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৪ মে ২০২৪, ০০:০০

চাঁদপুর গ্রামে এফবিএম ইটভাটার ধোঁয়ায় ব্যাপক ক্ষতি

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
চাঁদপুর গ্রামে এফবিএম ইটভাটার ধোঁয়ায় ব্যাপক ক্ষতি

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ১নং ওয়ার্ডের চাঁদপুর গ্রামে এফবিএম ইটভাটার ধোঁয়ার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এ নিয়ে এলাকাবাসী চাঁদপুরের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা যায়, বাগাদী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ৮৩নং চাঁদপুর মৌজার দক্ষিণ পাশে এফবিএম নামে ইটভাটা নির্মাণ করা হয়। এ ইটভাটার কারণে পরিবেশ দূষণ, ফসল ও ফল ফলাদির ব্যাপক ক্ষতি হয়ে আসছে। ঘনবসতি এলাকায় ইটভাটা নির্মাণ নিষিদ্ধ থাকার পরও ৬ বছর ধরে এই ইটভাটা চলে আসছে। এ নিয়ে স্থানীয় পরিবেশ অধিদপ্তর নীরব ভূমিকা পালন করে আসছে। এলাকাবাসী তাদের ফসল, ফল ও গাছ রক্ষা করার জন্যে চাঁদপুরের পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগে উল্লেখ করেন, এফবিএম ইটভাটার আগুন অনেক ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইটভাটার মালিক পক্ষকে বলার পরও কোনো কর্ণপাত করে না। পাট, ভুট্টা, মরিচ গাছ পুড়ে যাওয়া, ফল ফলাদির গাছ যেমন-জলপাই, আমড়া, কাউ, কাঁঠাল ও আম পচে যাওয়াসহ বিভিন্ন শাক সবজি গাছ মরে যাওয়াসহ রেইনট্রি ও কড়ই গাছের পাতা ঝরে যাচ্ছে এই ধোঁয়ার কারণে।

অভিযোগের অনুলিপি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা কৃষি অফিস ও বাগাদী ইউপি চেয়ারম্যান বরাবর প্রেরণ করা হয়েছে। কিন্তু লিখিত অভিযোগ দেয়ার পরও এর কোনো সমাধান হয়নি।

এ ব্যাপারে এলাকাবাসী জানান, এফবিএম ইটভাটার কারণে আমাদের ব্যাপক ক্ষতি হয়ে আসছে। ঘনবসতি এলাকায় ইটভাটা নির্মাণ করার নিয়ম না থাকলেও কিছু অসাধু ব্যক্তির মদদে ইটভাটা নির্মাণ করা হয়। দিনের পর দিন আমাদের ক্ষতি হয়ে আসলেও কেউ সেদিকে খেয়াল রাখেনি। আমরা এ ব্যাপারে প্রশাসনের আশু দৃষ্টি কামনা করছি।

এ ব্যাপারে ইটভাটার পরিচালক মোঃ কামাল হোসেন বলেন, আমাদের ইটভাটার কারণে কোনো ক্ষয়ক্ষতি হয় না। যে অভিযোগ দেয়া হয়েছে তা আমরা সমাধান করে ফেলেছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়