বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৪ মে ২০২৪, ০০:০০

চাঁবিপ্রবিতে গবেষণা বিষয়ক সেমিনার

যুগোপযোগী সেমিনার দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে সহায়তা করে

--উপাচার্য অধ্যাপক ড. মোঃ নাছিম আখতার

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
যুগোপযোগী সেমিনার দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে সহায়তা করে

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি) একাডেমী-ইন্ডাস্ট্রি ও গবেষণা বিষয়ক দুটি সেমিনার আয়োজন করেছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিস-এর অধ্যাপকবৃন্দ।

১৩ মে সকাল ১০টায় চাঁবিপ্রবির সেমিনার কক্ষে ‘বিল্ডিং দ্য ইকোসিস্টেম অফ একাডেমিয়া, ইন্ডাস্ট্রি এবং গভর্নমেন্ট এজেন্সিস’ শীর্ষক প্রথম সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিস-এর অধ্যাপক ড. নশরুল ফজলি বিন মুহাম্মদ নাসির।

বেলা আড়াইটায় ‘ফান্ডামেন্টাল ভার্সেস এপ্লাইড রিসার্চ’ শীর্ষক দ্বিতীয় সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিস-এর অধ্যাপক ড. মুজাম্মিল বিন জুসহ। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নাছিম আখতার।

প্রধান অতিথি বলেন, শিক্ষা, সংস্কৃতি ও গবেষণার উন্নয়নের জন্যে সেমিনার গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে। বৈশ্বিক চিন্তা-ভাবনার সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই এই সেমিনারের আয়োজন করা হয়েছে।

তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকল ক্ষেত্রে আইসিটি জ্ঞানসম্পন্ন দক্ষ মানব সম্পদ প্রয়োজন। যুগোপযোগী সেমিনার দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে সহায়তা করে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মেজর মোঃ আবদুল হাই (অবঃ)-এর সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়