বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৪ মে ২০২৪, ০০:০০

অবশেষে ৮২৭ কোটি টাকা ব্যয়ে ‘চাঁদপুর শহর সংরক্ষণ পুনর্বাসন’ প্রকল্পের আওতায় নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন

কাজের মানের সঙ্গে আমরা কোথাও কোনো আপস করবো না

----------সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

মিজানুর রহমান ॥
কাজের মানের সঙ্গে আমরা কোথাও কোনো আপস করবো না

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে খুব দ্রুত সময়ের মধ্যে একনেকে প্রকল্প অনুমোদন, টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবার পর ৮২৭ কোটি টাকা ব্যয়ে ‘চাঁদপুর শহর সংরক্ষণ পুনর্বাসন’ প্রকল্পের আওতায় নদী তীর প্রতিরক্ষা কাজ শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত বিরাট অর্থের এই প্রকল্পটি বাস্তবায়নে যার স্বপ্ন ছিল, যিনি চাঁদপুর শহরকে মেঘনা নদীর ভাঙ্গন হতে স্থায়ীভাবে রক্ষা এবং ৫.৫০ লাখ মানুষকে সরাসরি নদী ভাঙ্গন হতে ঝুঁকিমুক্ত রাখার জন্যে চাঁদপুরবাসীকে অঙ্গীকার করেছিলেন, চাঁদপুর সদর ও হাইমচর (চাঁদপুর-৩) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি আনুষ্ঠানিকভাবে সেই প্রকল্প কাজের শুভ উদ্বোধন করেছেন।

গতকাল ১৩মে সোমবার বিকেলে চাঁদপুর শহরের বড় স্টেশন শহর রক্ষা বাঁধের মোলহেডে প্রধান অতিথি হিসেবে মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি নামফলক উন্মোচন এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে ‘চাঁদপুর শহর সংরক্ষণ পুনর্বাসন’ প্রকল্পের আওতায় নদী তীর প্রতিরক্ষা কাজের শুভ উদ্বোধন করেন।

এ উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেন, এই প্রকল্প কাজের মাধ্যমে নদী ভাঙ্গন ভালোভাবে রোধ করতে পারলে আবারো চাঁদপুর শহরকেন্দ্রিক এখানে শিল্প-কল কারখানা স্থাপন ও ব্যবসা-বাণিজ্য জমে উঠবে, মানুষের কর্মসংস্থান হবে। এই চাঁদপুর অর্থনৈতিকভাবে সামাজিক ও সাংস্কৃতিক সকল দিক থেকে আরো এগিয়ে যাবে।

মন্ত্রী দৃঢ়তার সাথে বলেন, নদী ভাঙ্গন রোধের এই কাজ এবারও সঠিক নিয়মে হতে হবে। নদীর তীরবর্তী এলাকার যত সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, রাজনৈতিক এবং পেশাজীবী নেতৃবৃন্দ আছেন, সবাই মিলে খেয়াল রাখতে হবে নদী ভাঙ্গন প্রতিরোধমূলক এই প্রকল্প কাজ যেনো সর্বোচ্চ মানের হয়। কাজের মানের সঙ্গে আমরা কোথাও কোনো আপস করবো না। এটা আমাদের সবার মাথায় রাখতে হবে। কাজেই যেই ঠিকাদার প্রতিষ্ঠানই কাজ করুক তারা যেনো মান বজায় রেখে কাজ করেন। আমরা উন্নতমানের কাজ নিশ্চিত করবো।

আমাদের যে স্বপ্ন, নদী ভাঙ্গন মুক্ত চাঁদপুর আমরা পাব ইনশাল্লাহ্। মন্ত্রী এই প্রকল্পের জন্যে প্রধানমন্ত্রীর প্রতি চাঁদপুরবাসীর পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা জানান।

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপ্রধানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ্ত রায়, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল ও বাপাউবো-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী চাঁদপুর (পওর সার্কেল) মোঃ আবুল খায়ের।

স্বাগত বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাংবাদিক এমআর ইসলাম বাবু।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নূর হোসেন পাটোয়ারী, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, তমাল কুমার ঘোষ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য বীর মুক্তিযোদ্ধা এসএম সালাহউদ্দিন, জেলা শিক্ষা অফিসার প্রাণ কৃষ্ণ দেবনাথ, প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, জেলা আওয়ামী লীগ নেতা হাসান ইমাম বাদশা, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, স্থানীয় কাউন্সিলর শফিকুল ইসলামসহ প্রশাসনিক কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দসহ নানা শ্রেণী-পেশার মানুষ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়