প্রকাশ : ১৩ মে ২০২৪, ০০:০০
মতলবে এসএসসিতে শতভাগ পাস দুটি বিদ্যালয়, দাখিলে একটি
মতলব দক্ষিণ উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় দুটি বিদ্যালয় ও একটি মাদ্রাসার শিক্ষার্থী শতভাগ পাস করেছে। বিদ্যালয়গুলো হলো : কাচিয়ারা স্কুল এন্ড কলেজ ও কাচিয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়। আর মাদ্রাসাটি হলো ঘিলাতলী ফাজিল মাদ্রাসা।
কাচিয়ারা স্কুল এন্ড কলেজ থেকে ৫০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ২জন। কাচিয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩৭জন পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৭জন। এছাড়া ঘিলাতলী ফাজিল মাদ্রাসায় ৪৬জন পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৬জন।