বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৩ মে ২০২৪, ০০:০০

কচুয়া উপজেলা বিএনপির সভাপতিসহ ৫ নেতা কারাগারে

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
কচুয়া উপজেলা বিএনপির সভাপতিসহ ৫ নেতা কারাগারে

কচুয়ায় পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় স্বেচ্ছায় হাজিরা দিতে আসলে জামিন নামঞ্জুর করে বিএনপির ও সহযোগী সংগঠনের ৫ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

১২ মে রোববার দুপুরে চাঁদপুরের চীফ জুডিসয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল আলম সিদ্দিকীর আদালতে জামিন নিতে আসেন আসামীরা। আদালত আসামীদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

আসামীরা হলেন : কচুয়া উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাচার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহপরান, গোহাট উত্তর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হোসাইন জাকির, সাচার ইউনিয়ন যুবদল আহ্বায়ক মোঃ রাজ্জাক ভূঁইয়া ও বিতারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল মিয়া।

কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইয়াকুব আলী ২০২৩ সালের ৩০ অক্টোবর উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং বিস্ফোরক দ্রব্য হেফাজত রাখার অপরাধে ২৪ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

এই ২৪ আসামীর মধ্যে ৬ জন উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার পর মেয়াদ শেষে রোববার স্বেচ্ছায় আদালতে হাজির হন। এর মধ্যে এমরান নামে একজন আসামী পরীক্ষার্থী হওয়ায় তাকে জামিন দেন আদালত। বাকি পাঁচজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

আসামী পক্ষের আইনজীবী অ্যাডঃ মাসুদ প্রধানিয়া এসব তথ্য নিশ্চিত করে এ প্রতিবেদকে বলেন, আসামীরা মহামান্য হাইকোর্ট থেকে জামিনে আসে। মহামান্য হাই কোর্টের জামিনের মেয়াদ শেষ হলে তাদেরকে চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়