বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৩ মে ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪

নির্বাচনী মাঠে চেয়ারম্যান পদে ২, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন

প্রতীক বরাদ্দ আজ ॥ ইভিএমে ভোটগ্রহণ ২৯ মে

প্রবীর চক্রবর্তী ॥
নির্বাচনী মাঠে চেয়ারম্যান পদে ২, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন

৩য় ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদগঞ্জে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিনে রোববার (১২ মে) চেয়ারম্যান পদে ৩ জন ও ভাইস চেয়ারম্যান পদে ১ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন : উপজেলা পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ ভূঁইয়া এবং চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিপন। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহারকারী হলেন অ্যাডঃ কামরুল ইসলাম রোমান। ফলে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ইঞ্জিঃ মোহাম্মদ আমির আজম রেজা।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন মনির ও যুবলীগ নেতা কামরুজ্জামান পাটওয়ারী সবুজ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান রিনা নাসরিন ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হালিমা বেগম। তারা নিজেদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহম্মদ রায়হান আরেফীন বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৩ মে। প্রচারপর্ব শেষে ২৯ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে একটানা ভোটগ্রহণ চলবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়