প্রকাশ : ১৩ মে ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে এসএসসি ও সমমানে জিপিএ-৫ পেয়েছে ২২৪ জন ॥ পাসের হার ৮৩ ভাগ
ফরিদগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২২৪ জন। এর মধ্যে এসএসসিতে ১৩৭ জন, দাখিলে ৮৬ জন ও এসএসসি কারিগরি শাখায় ১ জন জিপিএ-৫ পেয়েছে। মোট পাসের হার ৮৩। এসএসসিতে মোট ৪৪২৯ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৪৬৯ জন। পাসের হার ৭৮। সর্বোচ্চ ১৫ জন জিপিএ-৫ পেয়েছে চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে।
দাখিলে ১৮১৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৫৯৪ জন। পাসের হার ৮৮। সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে হাঁসা ফাজিল মাদ্রাসা থেকে ১৩ জন। এর মধ্যে শতভাগ পাস করেছে দাখিলে ৮টি প্রতিষ্ঠান, কারিগরিতে ১টি এবং এসএসসিতে ২টি প্রতিষ্ঠান।
দাখিলে শতভাগ পাস করা প্রতিষ্ঠানগুলো হলো : বদিউজ্জামানপুর দাখিল মাদ্রাসা, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা, আলোনিয়া ফাজিল মাদ্রাসা, পশ্চিম গোবিন্দপুর আনোয়ারা বালিকা বিদ্যালয়, সন্তোষপুর দারুচ্ছুন্নাত ইসলামিয়া দাখিল মাদ্রাসা, দক্ষিণ লড়াইচর বাইতুন নবী দাখিল মাদ্রাসা, কাছিয়াড়া মহিলা আলিম মাদ্রাসা, খাতুনে জান্নাত ফাতেমা (রাঃ) মহিলা মাদ্রাসা। এসএসসিতে শতভাগ পাস করা প্রতিষ্ঠানগুলো হলো : কারিগরি শাখায় ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এবং রামপুর বাজার মজিদিয়া উচ্চ বিদ্যালয় ও গফুর চৌধুরী উচ্চ বিদ্যালয়।