বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৩ মে ২০২৪, ০০:০০

চাঁদপুর প্রেসক্লাবের বৈশাখী মেলা সমাপ্ত

স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর প্রেসক্লাবের বৈশাখী মেলা সমাপ্ত

চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে ও চাঁদপুর পৌরসভার পৃষ্ঠপোষকতায় মাসব্যাপী বাঙালি সাংস্কৃতিক উৎসব বৈশাখী মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় মেলা মঞ্চে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপচার্য প্রফেসর ড. নাছিম আখতার।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, বিজয় মেলার মহাসচিব হারুন আল রশীদ, চাঁদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাঃ সম্পাদক কাদের পলাশ, সব্যসাচী লেখক পীযূষ কান্তি বড়ুয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী ও সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা। বিশেষ অতিথির বক্তব্যে মেয়র জিল্লুর রহমান জুয়েল বলেন, মেলাটি অত্যন্ত সফল হয়েছে। আমরা এই মেলার আয়োজনে পৃষ্ঠপোষকতার সুযোগ পেয়েছি। এই মেলাকে ঘিরে উদযাপন ছিল মানুষের মাঝে। বৈশাখী মেলা প্রমাণ করেছে এটি বাঙালির প্রাণের উৎসব। প্রতিবছর এটির ধারাবাহিকতা রাখা উচিত। পৌরসভার সবসময় সমর্থন থাকবে। সামনে উপজেলা পরিষদ নির্বাচন। আপনাদের কাছে আমার আবেদন, আপনারা ভোটকেন্দ্র গিয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। নির্বাচনটি যাতে শান্তিপূর্ণ পরিবেশে হয়, তার চেষ্টা আমাদের থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপচার্য প্রফেসর ড. নাছিম আখতার বলেন, আমাদের যে সাংস্কৃতি, আমাদের যে ভাষা, তা অনেক দেশের থেকে উন্নত। আমরা অনেকেই আমাদের সংস্কৃতি ও ভাষা নিয়ে লজ্জা পাই। আমরা আমাদের সংস্কৃতিকে ভুলে যাচ্ছি। বর্তমানে একের পর সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ তার সংস্কৃতিকে ধারণ ও লালন করে মানুষ সত্যিকার মানুষ হয়ে উঠে। একটি উন্নত জাতি গঠনে সংস্কৃতিকে ধারণ করতে হবে, লালন করতে হবে। চাঁদপুরের মানুষ অন্য জেলা থেতে অনেক মেধাবী। অন্য জেলা থেকে এখনকার শিক্ষার্থীরা ভালো ফলাফল করে। কারণ চাঁদপুরের মানুষ মনন এবং সংস্কৃতি চর্চা করে। এটি করে বিধায়ই চাঁদপুর প্রেসক্লাব মাসব্যাপী বৈশাখী মেলা সফল করতে পেরেছে।

সভা শেষে বৈশাখী মেলার সাংস্কৃতিক প্রযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সার্বিক পরিচালনা করেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী ও ক্রীড়া সম্পাদক এম আর ইসলাম বাবু। সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন জহির উদ্দিন বাবর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়