প্রকাশ : ১২ মে ২০২৪, ০০:০০
শাহরাস্তি পৌরসভা অতি আধুনিক পৌরসভায় রূপান্তরিত হবে
------------মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম
বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে সারাদেশে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে চলছে। এ থেকে কোনো অংশেই পিছিয়ে নেই শাহরাস্তি পৌরসভা। আজ ২২টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন হচ্ছে এবং ৪৮ কোটি টাকার কাজ হবে। আগামীতে শাহরাস্তি পৌরসভাকে অতি আধুনিক পৌরসভায় রূপান্তরিত করতে আমি কাজ করে যাবো। এই পৌরসভায় একটি ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে, যা দেশের কোনো পৌরসভায় নেই। উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন হলে পৌর এলাকার চিত্র পাল্টে যাবে।
১১ মে শনিবার সকালে শাহরাস্তি পৌরসভার ৪টি প্রকল্পের শুভ উদ্বোধন ও ১৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে টেলি কনফারেন্সের মাধ্যমে উপরোক্ত কথাগুলো বলেন স্থানীয় সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
শাহরাস্তি পৌরসভাসহ একযোগে প্রকল্প এলাকা থেকে কাউন্সিলর, সুধীজনসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আঃ লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তার হোসেন মুক্তা, আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন ও নজরুল ইসলাম মন্টু। কাউন্সিলরগণ নিজ নিজ এলাকা থেকে টেলিকনফারেন্সে যোগদান করেন।