প্রকাশ : ১২ মে ২০২৪, ০০:০০
জেলা ইসকনের ভক্তসঙ্গ উৎসবে পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল
ঐক্য ও শান্তিপূর্ণ অবস্থানের মধ্য দিয়েই আমরা আমাদের নিজ নিজ ধর্ম পালন করবো
অক্ষয় তৃতীয়া মহোৎসব উপলক্ষে গত ১০ মে শুক্রবার চাঁদপুর শহরের মুন্সেফ পাড়ায় (গণি স্কুল সংলগ্ন) ইসকন চাঁদপুর জেলা কেন্দ্রীয় মন্দির নির্মাণের প্রস্তাবিত স্থানে বাংলাদেশ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ-ইসকন চাঁদপুর জেলা শাখার ব্যাপক আয়োজনে ভক্তসঙ্গ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই জেলা শহরসহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো ভক্তবৃন্দ অনুষ্ঠানস্থলে সমাবেত হতে থাকেন। আগত ভক্তবৃন্দ ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ বজায় রেখে তাদের ভক্তিপূর্ণ উল্লাস প্রকাশ করেন। এসময় ভক্তদের হরে কৃষ্ণ মহামন্ত্র ধ্বনিতে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে উঠে।
অনুষ্ঠানের সফলতা কামনা করে প্রধান অতিথি চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল ভক্তদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, ঐক্য ও শান্তিপূর্ণ অবস্থানের মধ্য দিয়েই আমরা আমাদের নিজ নিজ ধর্ম পালন করবো। সকল ধর্মেই ঐক্য ও শান্তির কথা বলা হয়েছে। বলা হয়েছে কল্যাণের কথা। তাহলে আমাদের মধ্যে বিভেদ, বিভাজন, হিংসা, প্রতিহিংসা থাকবে কেন? সমাজের ক্ষতি হয়, নিজেদের মধ্যে বিরাজমান ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট হয় এমন ধরনের সকল কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। আমরা সকলেই স্বাধীন দেশের নাগরিক। এই দেশে সকলেরই স্বাধীনভাবে বসবাস করার অধিকার রয়েছে। আপনারা স্বাধীনভাবে আপনাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন, আমরা আপনাদের পাশে আছি। তিনি এইস্থানে ইসকনের মন্দির নির্মাণের চিন্তা চেতনাকে স্বাগত জানান। তিনি সকল ভালো কাজে তার সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস প্রদান করেন এবং ধর্মের নামে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করেন তাদের কাউকে ছাড় দিবেন না বলেও অভিমত প্রকাশ করেন।
চাঁদপুর জেলা ইসকনের সভাপতি পণ্ডিত জগদানন্দ দাস ব্রহ্মচারীর সভাপ্রধানে ও শচীনন্দন দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ৮নং ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডঃ হেলাল হোসাইন, শ্রীধাম মায়াপুরের (ভারত) শ্রীপাদ শ্রীবাস চরণ দাস ব্রহ্মচারী, ইসকন কুমিল্লা বিভাগের সহ-সাধারণ সম্পাদক শ্রীপাদ সুদর্শন জগন্নাথ দাস ব্রহ্মচারী প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইসকন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথ, জেলা পূজা উদযাপন পরিষদ নেতা পণ্ডিত নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, বীর মুক্তিযোদ্ধা নির্মল রায়, রোটাঃ গোপাল চন্দ্র সাহা, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, ইসকন ভক্ত রতন মজুমদার, অনাদি দাস (অনু) প্রমুখ। অনুষ্ঠানে আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল মার্কার প্রার্থী শিপ্রা দাসও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে হরিনাম কীর্তন, ভজন, পদাবলী কীর্তন পরিবেশন করা হয় এবং ভূমি দাতাদের মঙ্গলার্থে নৃসিংহদেবের চরণে তুলসীপত্র দানসহ দেশ ও জাতির মঙ্গল কামনার্থে বিশেষ প্রার্থনাও অনুষ্ঠিত হয়। ভক্তসঙ্গের আনুষ্ঠানিকতা শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটে।