বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১২ মে ২০২৪, ০০:০০

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

চাঁদপুরের বহুল প্রচারিত দৈনিক চাঁদপুর কন্ঠের প্রথম পৃষ্ঠায় গত ২৫ এপ্রিল ‘সম্পত্তির জন্য পিতাকে কুপিয়ে রক্তাক্ত জখম’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত ওই সংবাদটি আমার দৃষ্টি গোচর হলে আমাকে ভীষণ ভাবে আঘাত করে। যা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও মনগড়া কথা দিয়ে আমার নামে মিথ্যা সংবাদ প্রচার করা হয়। আমার আত্মীয় স্বজনের মধ্যে কুচক্রী কিছু লোক আমার পিতাকে জড়িয়ে আমার নামে মিথ্যা সাজানো গল্প সাজিয়ে সাংবাদিকদের ভুল ও বানোয়াট তথ্য দিয়ে যে সংবাদ প্রকাশ করেছেন আমি ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

উক্ত সংবাদে উল্লেখ করা হয়েছে চাঁদপুর শহরের ১২নং ওয়ার্ড বঙ্গবন্ধু সড়কে মোল্লা টাওয়ারের মালিক ফজলুল হক মোল্লা (৮৫) নিজ ছেলেকে সম্পত্তি লিখে না দেয়ায় এবং পিতা-মাতার ভরণ পোষণ চাওয়ার কারণে পিতাকে দা দিয়ে কুপিয়ে জখম এবং মা সুফিয়া বেগমকে (৭০) বেদম পিটিয়ে আহত করেছে।

যেখানে তারা আমার জন্মদাতা ও গর্ভধারিণী মা, সেখানে বাবা মায়ের ভরণ পোষণের জন্য কেনো আমি তাদের সাথে এমন অবিচার করবো ?

মূল ঘটনা হলো, আমি আমার বাবা-মাসহ আমার পরিবারের কথা চিন্তা করে দীর্ঘ ১০/১৫ বছর ধরে প্রবাসে কাটিয়েছি। আর এত বছর আমি প্রবাসে যে আয় রোজগার করেছি, তা কখনো নিজের নামে কিছু না রেখে আমি আমার বড় ভাই মনির হোসেনের স্ত্রী রোজিনা বেগম ও আমার বোন নূরজাহান আক্তার শিল্পীর নামে দেশে টাকা পাঠিয়েছি। এত বছর পরে আমি প্রবাস থেকে দেশে ফিরে এসে দেখি আমার নিজের নামে তারা তেমন কোনো কিছুই রাখেনি। দেশে আসার পর আমার বড় দুই ভাই মনির হোসেন ও মজিব, ভাতিজারাসহ সকলে ষড়যন্ত্র করে আমাকে আমার বাবার বাড়িতেও ঠিকমতো থাকতে দেয়নি। তারা আমাকে সেই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বললে আমি আমার পাঠানো সমস্ত টাকার হিসেব চাইলে তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন।

এছাড়া আমার বড় ভাইয়ের শ্যালিকাকে বিয়ে করার বিষয়েও তারা আমার সাথে নানাভাবে ষড়যন্ত্র করে আসছেন। এসব পারিবারিক বিষয় নিয়ে গত ২০ এপ্রিল বড় ভাই মনির হোসেন এবং তার শ্বশুর বাড়ির লোকজন মিলে তারা সকলে আমাকে বাড়ি থেকে বের করে দেয়ার উদ্দেশ্যে আমাকে মারধর করেন। এসময় আমার বাবা মোঃ ফজলুল হক মোল্লা তাদেরকে ছাড়াতে গেলে তিনি তাদের ধাক্কা খেয়ে পড়ে গিয়ে খাটের কার্ণিশের সাথে আঘাতপ্রাপ্ত হন। আর সেই আঘাতকে তারা আমার সরলতার সুযোগ নিয়ে মিথ্যা কাহিনী সাজিয়ে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার নামে ভুয়া সংবাদ প্রচার করেন। যেখানে আমার পিতা পড়ে গিয়ে মাথায় সামান্য আঘাতপ্রাপ্ত হন, সেখানে কুচক্রী কিছু লোক নিজেদের স্বার্থ উদ্ধার করতে আমার পিতা-মাতাকে ভুল বুঝিয়ে পত্রিকায় আমার পিতার পুরো পেট এবং শরীর ব্যান্ডেজ করে ভুয়া ছবি তুলে তা প্রকাশ করেন। যা প্রকৃতভাবে তদন্ত করলে ছবির আসল রহস্য উন্মেচিত হবে। তাই যারা এমন মিথ্যা নাটক সাজিয়ে আমার বিরুদ্ধে পত্রিকায় ভুয়া ও ভিত্তিহীন সংবাদ প্রচার করেছেন, আমি এমন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জিডি-৩০৩/২৪

-মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্লা

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়