প্রকাশ : ১০ মে ২০২৪, ০০:০০
বিএনপি নেতা আবু তাহের সিদ্দিকের মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপির শোক
হাইমচর উপজেলা বিএনপির সদস্য ও চর ভৈরবী আজিজিয়া দাখিল মাদ্রাসার ইংরেজি শিক্ষক আবু তাহের সিদ্দিকী (৪৫) ৯ মে সকাল ৮টায় ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার মৃত্যুতে দুঃখ ও শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লা সেলিম। দপ্তর সম্পাদক হযরত আলী ঢালীর প্রেরিত এক শোক বার্তায় জেলা বিএনপির পক্ষ থেকে নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে মরহুম আবু তাহের সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবার ও স্বজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।