বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৯ মে ২০২৪, ০০:০০

মতলবে চেয়ারম্যান সিরাজুল মোস্তফা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা

রেদওয়ান আহমেদ জাকির ॥
মতলবে চেয়ারম্যান সিরাজুল মোস্তফা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা

মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে দোয়াত-কলম প্রতীকে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিরাজুল মোস্তফা তালুকদার। তিনি ভোট পেয়েছেন ১৬ হাজার ৯শ’ ১০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী আনারস প্রতীকে সৈয়দ মনজুর হোসেন পেয়েছেন ১৬ হাজার ১শ’ ১৬ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে বিএইচএম কবির আহমেদ পেয়েছেন ১৩ হাজার ৩শ’ ৬১ ভোট।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপের নির্বাচন ৮ মে মতলব দক্ষিণ উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

মোট বৈধ ভোটের সংখ্যা ৪৬ হাজার ৩শ’ ৮৭ ভোট, বাতিলকৃত ভোটের সংখ্যা ১শত ৮ ভোট, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৪৬ হাজার ৪শত ৯৫ ভোট। শতকরা হার ২৩.৬০%।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে নাজমা আক্তার আসমা পেয়েছেন ২৩ হাজার ২শ’ ৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাহিনুর বেগম পেয়েছেন ২৩ হাজার ২২ ভোট।

মোট বৈধ ভোটের সংখ্যা ৪৬ হাজার ২৩শ’ ৬৭ ভোট, বাতিলকৃত ভোটের সংখ্যা ২শ’ ২৮ ভোট, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৪৬ হাজার ৪শ’ ৯৫ ভোট। শতকরা হার ২৩.৬০%।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়