প্রকাশ : ০৮ মে ২০২৪, ০০:০০
পৌর ১০নং ওয়ার্ড, আশিকাটি ও শাহমাহমুদপুরে পদ্মফুল মার্কার গণসংযোগ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে (পদ্মফুল) প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেবেকা সুলতানা মুন্না চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ড, ২নং আশিকাটি ও শাহমাহমুদপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা করেন।
৭ মে মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত পৌরসভার ১০নং ওয়ার্ড, আশিকাটি ও শাহমাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অলিতে-গলিতে, পাড়া-মহল্লায়, বাড়িতে-বাড়িতে গিয়ে ভোটারদের কাছে দোয়া ও পদ্মফুল মার্কায় ভোট প্রার্থনা করেন।
প্রচারণাকালে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেবেকা সুলতানা মুন্না বলেন, আমাকে আপনারা পদ্মফুল মার্কায় ভোট দিয়ে সেবক হিসেবে কাজ করার সুযোগ দিবেন। আমি আপনাদেরই মেয়ে ও বোন।
নির্বাচনী প্রচারণা ও শুভেচ্ছা বিনিময়কালে আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।