প্রকাশ : ০৭ মে ২০২৪, ০০:০০
সমাজকল্যাণমন্ত্রীর মায়ের মাগফিরাত কামনায় চাঁদপুরে মিলাদ ও দোয়া
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপুর মাতা রহিমা ওয়াদুদের প্রথম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল ৬ মে। এ উপলক্ষে চাঁদপুরে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। চাঁদপুর শহরের ১১টি মসজিদে এবং সদর উপজেলা ও হাইমচর উপজেলার বিভিন্ন মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়। গতকাল বাদ আছর এবং কোথাও কোথাও বাদ মাগরিব মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এসব দোয়া অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।