বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৬ মে ২০২৪, ০০:০০

হাজীগঞ্জে সাজাপ্রাপ্ত ডাকাত সর্দার শিপন গ্রেফতার

কামরুজ্জামান টুটুল ॥
হাজীগঞ্জে সাজাপ্রাপ্ত ডাকাত সর্দার শিপন গ্রেফতার

হাজীগঞ্জে ৮ বছরের সাজাপ্রাপ্ত ও ২ মামলার ওয়ারেন্টভুক্ত আন্তঃজেলা ডাকাত সর্দার শিপনকে গ্রেফতার করেছে পুলিশ। ৫ মে রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে তাকে পৌরসভাধীন বলাখাল বাজার সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, শিপন উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের নাসিরকোট গ্রামের আমির কাজীর ছেলে। সে হাজীগঞ্জসহ চাঁদপুর জেলা ও পাশর্^বর্তী বিভিন্ন জেলায় ডাকাতি করে থাকে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আদালত কর্তৃক তার ৮ বছরের সাজা ও দুটি মামলার ওয়ারেন্ট রয়েছে।

শিপন পালিয়ে থাকার কারণে এবং তার সোর্সের মাধ্যমে খবর পাওয়ায় পুলিশ দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতার করতে না পারলেও শেষ রক্ষা হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে তাকে হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল বাজার সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করেন হাজীগঞ্জ থানার এসআই নাজিম উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, শনিবার তাকে আদালতে সোপর্দ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। তিনি বলেন, তার দেয়া তথ্যগুলো যাচাই এবং তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়