প্রকাশ : ০৬ মে ২০২৪, ০০:০০
চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারীর গণসংযোগ
আপনাদের সেবা ও উপজেলার সার্বিক উন্নয়ন করার সুযোগ চাই
চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আইয়ুব আলী বেপারী গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। সন্ধ্যায় তিনি রেলওয়ে হকার্স মার্কেটে গণসংযোগ করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও দোয়াতকলম মার্কায় ভোট প্রার্থনা করেন।
তিনি বলেন, আমি আপনাদের ভোটে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছি। উপজেলা পরিষদ চালানোর এবং কীভাবে মানুষের সেবা ও উন্নয়ন করা যায় সে অভিজ্ঞতা আমার হয়েছে। ভাইস চেয়ারম্যানদের আসলে তেমন কিছু করার থাকেনা। একটা উপজেলায় আসলে সব কিছুই চেয়ারম্যান কেন্দ্রিক। তারপরও আমি এই পাঁচ বছর আমার নিজ উদ্যোগে সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে ছিলাম। যখন যে সহযোগিতা চেয়েছে সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করেছি। আমার দ্বারা কারো হক নষ্ট হয় নি। সকলের সাথে ভালো আচরণ, হাসি মুখে কথা বলার চেষ্টা করেছি। আমার বিশ্বাস সদর উপজেলাবাসী আমার জন্য প্রাণ খুলে দোয়া করবে। আসন্ন নির্বাচনে আমাকে বিমুখ করবে না। সে আশা নিয়ে আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমাকে আগামী ২১ মে দোয়াতকলম মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা ও উপজেলার সার্বিক উন্নয়ন করার সুযোগ দিবেন।
আইয়ুব আলী বেপারির এসব গণসংযোগে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।