বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ মে ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক

প্রবীর চক্রবর্তী ॥
ফরিদগঞ্জে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক

ফরিদগঞ্জ থানা পুলিশ জিআর মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ শরিফ (৪০)কে আটক করেছে। শুক্রবার রাতে সুবিদপুর পূর্র্ব ইউনিয়নের দিগধাইর গ্রাম থেকে তাকে আটক করে শনিবার (৪ মে) চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, ফরিদগঞ্জ উপজেলার দিগধাইর গ্রামের আঃ মান্নানের পুত্র জিআর সাজাপ্রাপ্ত আসামী মোঃ শরিফ (৪০) পাশর্^বর্তী হাজীগঞ্জ উপজেলার বাকিলা গ্রামের মুক্তা আক্তারের সাথে প্রেমের সম্পর্কের জের ধরে উভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের দেড় বছর পর মুক্তার বাবা তার মেয়েকে শরীফের কাছ থেকে নিয়ে পার্শ্ববর্তী তেলিসাইর গ্রামের আলী আহম্মদের সাথে বিবাহ দেয়। কিন্তু ২০১৩ সালে মুক্তা আক্তার তার স্বামী আলী আহম্মদকে নেশা জাতীয় খাবার খাইয়ে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা নিয়ে তার পূর্বের স্বামী শরিফের নিকট চলে আসে।

এ ঘটনায় আলী আহম্মদের চাচা ছালেহ আহম্মদ বাদী হয়ে ২০১৩ সালে পেনাল কোডের ৩২৮ ধারায় ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন (মামলা নং-০৬, তারিখণ্ড০৫/০৪/২০১৩, জিআর নং-৬৯/২০১৩)। মামলার পর থেকে আসামী শরিফ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়। আসামী পালাতক থাকাবস্থায় চলতি বছরের ১ ফেব্রুয়ারি বিজ্ঞ বিচারক মহোদয় শরীফকে ৫ বছরের সাজা প্রদান করেন।

তথ্য ও প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ থানা পুলিশ শুক্রবার গভীর রাতে মোঃ শরীফকে আটক করতে সমর্থ হয়।

ফরিদগঞ্জ থানার এএসআই মোঃ হাসানুজ্জামান ও মোঃ নূরনবী সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়