প্রকাশ : ০৩ মে ২০২৪, ০০:০০
প্রধানমন্ত্রীর থেকে পুরস্কার নেবেন হাজীগঞ্জের নূরজাহান
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার নেবেন শেখ নূরজাহান। নূরজাহানের পুরো নাম নূরজাহান আক্তার। তিনি হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। বিজয়ী হিসেবে নূরজাহান আক্তার নগদ দুই লাখ টাকার চেক, সনদপত্র ও ক্রেস্ট সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে গ্রহণ করবেন।
চলতি বছর বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৪-এর জাতীয় পর্যায়ে অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করেছেন নূরজাহান। গত ৩০ এপ্রিল ২০২৪ রাজধানীর নিউমার্কেট এলাকার টিচার্স ট্রেনিং কলেজে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় নুরজাহান ‘বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ’ বিষয়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নশীপের গৌরব অর্জন করেছেন। নূরজাহানের বাবা হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী গ্রন্থাগারিক শেখ মিজানুর রহমান।
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবু ছাইদ জানান, শেখ নূরজাহানকে নিয়ে আমরা গর্ববোধ করি। সে আমাদের প্রতিষ্ঠান, হাজীগঞ্জ তথা জেলার জন্যে বিরল গৌরব বয়ে এনেছে। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।